শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sourav Goswami | ৩১ মার্চ ২০২৫ ১৪ : ৫০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: তুরস্কে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (CHP)-র শীর্ষ নেতা ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্দোলন দমন করতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার কড়া পদক্ষেপ নিলেও, তাতে আরও জ্বলে উঠছে প্রতিবাদ।
গত ১৯ মার্চ ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং তাঁর মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই দিনে CHP তাঁকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তাঁদের প্রার্থী ঘোষণা করে। কিন্তু এর কিছুদিন পরই তাঁর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিল করা হয়, যা তাঁকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া থেকে কার্যত অযোগ্য করে তোলে। বিরোধীরা এই পদক্ষেপকে "গণতন্ত্রের ওপর আঘাত" বলে বর্ণনা করছে এবং এরদোয়ানের স্বৈরাচারী শাসনের অংশ হিসেবে দেখছে।
ইমামোগলুর গ্রেপ্তারের পর ইস্তাম্বুলের সিটি হল ও অন্যান্য শহরে বিশাল বিক্ষোভ শুরু হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে, যেখানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করা হয়। নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত ১,৮০০-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে ২৬০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
CHP নেতা ওজগুর ওজেল আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানাতে সিটি হলে ছোট একটি কক্ষে অবস্থান নিয়েছেন এবং প্রতিদিন রাতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন। তিনি সরকারপন্থী ব্যবসা ও সংবাদমাধ্যমগুলোর বয়কটের ডাক দিয়ে বলেছেন, “যারা আমাদের আন্দোলনকে উপেক্ষা করবে, তাঁদের পণ্য আমরা বর্জন করবো।”
বিশ্ববিদ্যালয়গুলোতেও ছাত্ররা সংগঠিত হচ্ছে। আঙ্কারার মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষার্থী ইরেম তাচিলদিজ বলেন, “এটা শুধু ইমামোগলুর জন্য নয়, গণতন্ত্রের জন্য লড়াই।” ছাত্ররা পুলিশের দমননীতির বিরুদ্ধে গ্যাস মাস্ক, ওষুধ ও নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করছে।
সরকারপন্থী সংবাদমাধ্যমগুলো বিক্ষোভের খবর প্রচার এড়িয়ে যাচ্ছে, বরং ইমামোগলুর বিরুদ্ধে অভিযোগকেই বেশি প্রচার করছে। সম্প্রতি একটি বিরোধী টিভি চ্যানেল SZC TV-কে ১০ দিনের জন্য সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
এরদোয়ান সরকার বিক্ষোভকারীদের "দাঙ্গাবাজ" বলে অভিহিত করেছে এবং বিরোধীদের "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র" চালানোর অভিযোগ এনেছে। তবে বিশ্লেষকদের মতে, ইমামোগলুর গ্রেপ্তার বিরোধীদের ঐক্যবদ্ধ করেছে এবং এরদোয়ানের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার নতুন সম্ভাবনা তৈরি করেছে।
তুরস্কে গণতন্ত্রের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, তা এখন সময়ই বলে দেবে।
নানান খবর

নানান খবর

কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টা! চ্যালেঞ্জ প্রেসিডেন্ট ট্রাম্পকে, এবার শুল্ক-বদলা ঘোষণা করল কানাডা

বিশ্বজুড়ে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কিন্তু এ দেশে নেই একজন মুসলমানেরও বাস! কোন দেশ জানুন...

'বাবাকে খেয়ে নিয়েছে আমার ছেলে', সন্তানের কীর্তিতে মাথায় হাত মহিলার

ট্রাম্পের নীতিতে শেয়ার বাজারে ধস! বাড়ছে সোনার দামও, বাজারের ইঙ্গিত কোন দিকে

গাজায় ইসরায়েলের নতুন নিরাপত্তা করিডোর, বিমান হামলায় নিহত ৪০ জনের বেশি

আশঙ্কার মাঝেই জোর কম্পন, বুধ সন্ধেয় কেঁপে উঠল জাপান

বাড়ি ফিরতেই উৎফুল্ল, আবেগঘন সুনিতা জড়িয়ে ধরলেন পোষ্যকে

ছিলেন ডেলিভারি বয়, এক রাতেই খুল গেল কপাল! পাকিস্তানি বন্ধুর দৌলতে কী হল, শুনলে চমকে যাবেন

বাজারে আসতে চলছে প্লাস্টিকের ‘যম’, আশার কথা শোনালেন গবেষকরা

কাটা হাত ভেবে খুনের মামলা দায়ের, আসলে ছিল 'আদর পুতুল'!

উল্টোপথে ঘুরছে পৃথিবী, বিরাট চিন্তায় বিজ্ঞানীরা

ফিরে এল ১৩০ বছর পর, চিন্তার কালো মেঘ বিজ্ঞানীদের মনে

মঙ্গলে রয়েছে জলের সমুদ্র, নাসার হাতে অবাক করা তথ্য

কাজ হারাতে চলেছেন ২ হাজার আইটি কর্মী, কেন এমন সিদ্ধান্ত নিল এই মার্কিন প্রতিষ্ঠান

বিপুল টাকা পাওয়া যাবে, প্রস্তাব পেয়েই মা হতে রাজি হল নাবালিকা! তারপর